Posts

Showing posts from August, 2022

Dainikeieesh.com

Image
চট্টগ্রামে ‘ইয়াবাসহ  দম্পতি’ গ্রেপ্তার। ৮০ হাজার ইয়াবা ও ২ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার।             দৈনিক এই দেশ    চট্টগ্রামে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানায় পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ (৪৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৩৪)। এর আগে সোমবার রাতে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির দুই লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।  গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা সিডিএ স্কুলের সামনে থেকে দিল মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা আবাসিকের ১ নম্বর রোডের বাসার আলমারি থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও দুই লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার হন তার স্ত্রী ফাতেমা বেগম। নগর গো...

Dainikeidesh.com

Image
  হালিশহর রেন্ট এ কার দিচ্ছে সূলভ মূল্যে গাড়ি ভাড়া প্রশিক্ষণ পাপ্ত ড্রাইভার দারা গাড়ি চালানো হয়। আপনার নিরাপদ যাতায়াতের জন্য কল করুণ ০১৯১৯৩৩৯৩৪৭ নাম্বারে  এসি/ নন এসি / কার মাইক্রো নোহা গাড়ি ভাড়া দেওয়া হয়। 

Dainikeidesh.com

Image
চা শ্রমিকরা চা পাতার একটা ভর্তা খায়। কচি পাতাগুলো খুব কুচিকুচি করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, সেদ্ধ আলু আর চানাচুরকে সরিষার তেল দিয়ে মাখানো হয়। গরম ভাত অথবা রুটির সাথে খায় তারা। আমি খেয়েছি, খুব একটা সুস্বাদু কিছু না। অথচ তারা বলতে গেলে প্রতিবেলায় খায়। তবে প্রতিবেলায় মাখানোর জন্য সরিষার তেল আর চানাচুর পাওয়া যায় না। তবুও তারা খায় কারণ দুইশো টাকা কেজি ব্রয়লার মুরগীর এই বেহেশতে একদিনে তাদের বেতন ১২০ টাকা। এক আঁটি শাক কিংবা এক কেজি সবজি কেনার চেয়ে চা পাতার ভর্তা দিয়ে দু'মুঠো ভাত খেয়ে ফেলাই তাদের জন্য সহজ। ব্যাপারটা একদিনে ১২০ এরকমও না। মানে একজন চা শ্রমিক যদি দিনে ২৪ কেজি চা পাতা তুলতে পারে তাহলে সে পাবে ১২০ টাকা। বেশিরভাগ শ্রমিক ২৪ কেজি তুলতে পারেন না,  ১৪-১৫ কেজি তোলেন সর্বোচ্চ। আর একটু বয়স্ক যারা তাদের চা পাতা তোলার পরিমাণ আরও কম। ফলে তারা পুরো টাকাটা পান না। এই অঞ্চলে চায়ের চেয়ে রোমাঞ্চকর জিনিস আর কী আছে? আমাদের প্রেম, আড্ডা, গল্প, গান, বিপ্লব, বিদ্রোহ কোনো কিছুই চা ছাড়া হয় না। বিজ্ঞাপন মারফত আমরা জানতে পারি কাপ শেষ হলেও রেশ রয়ে যায়, এক কাপ চায়ে তাজা হয়ে যাওয়া যায় নিমেষেই, এমনকি চায়ে ...

Eidesh.Bd

Image
 সংবাদ বিনোদন খেলাধূলা সবার আগে সর্বশেষ সংবাদ জানতে সাথে থাকুন  দৈনিক এই দেশ।